ঢাকা টু রৌমারী বাস ভাড়া ৫০০ থেকে ৫৫০ টাকার মধ্যে হয়ে থাকে। আগে এর ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা কম ছিল।ডিজেলের দাম বৃদ্ধির কারনে টিকিট প্রতি কমপক্ষে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ঢাকা থেকে রৌমারী যাওয়ার সুবিধা হচ্ছে আপনারা সরাসরি বাসের মাধ্যমে ঢাকা থেকে রৌমারী যেতে পারবেন।

ঢাকা থেকে রৌমারী যাওয়ার অনেক ধরনের বাস রয়েছে। এর মধ্যে রিফাত ও সিয়াম হলো এই রুটের সবচেয়ে উন্নত মানের বাস। আরও কিছু বাস রয়েছে । যেমনঃ পলি,বিসমিল্লাহ,নাবিল ,শাকিল,কান্তা ইত্যাদি আরও কিছু বাস রয়েছে। বর্তমানে পলি, রিফাত ও সিয়ামের মতো তাদের সেবা দেওয়ার চেষ্টা করছে।

ঢাকা থেকে রৌমারী যাওয়ার অসুবিধা হলো এই রুটে  কোনো এসি বাস নেই। রিফাত পরিবহন প্রথমের দিকে এসি বাস চালু করলেও রুটের অবস্থা খারাপ হওয়ার কারনের এসি বাসের সেবা বন্ধ রাখতে তারা বাধ্য হয়।

জেনে নিনঃ সাজেক ভ্যালি ভ্রমণ প্যাকেজ (প্রাইভেট) 


ঢাকা টু রৌমারী বাস সার্ভিস, ভাড়া ও সময়সূচিঃ

ঢাকা টু রৌমারী বাস সার্ভিস, ভাড়া ও সময়সূচি নিচে দেওয়া হলোঃ 

বাসের নাম

ভাড়া

ছাড়ার সময়

    (ঢাকা থেকে রৌমারী)

ছাড়ার সময়

(রৌমারী থেকে ঢাকা)

কাউন্টারের নাম্বার

(ঢাকা)

কাউন্টারের নাম্বার (রৌমারী)

রিফাত

৫৫০

সকাল ( ৮টা,৯টা ও ১০টা)

রাত    (৮টা,৯টা ও ১০টা)

সকাল ( ৭ টা ও ৮টা)

রাত     ( ৭টা ও ৮টা )

০১৭৩৩৭৩২০৫২

০১৭২০৩৬৩৩১৯

সিয়াম

৫৫০

সকাল (৭টা -১০ টা)

রাত     (৭টা-১০ টা)

সকাল ( ৭টা ও ৮ টা)

রাত    (৭টা ও ৮ টা)

 

 

পলি

৫৫০

সকাল (৭টা -১০ টা)

রাত    (৭টা – ১০টা)

সকাল ( ৭টা ও ৮ টা)

 রাত    (৭টা ও ৮ টা)

০১৯৫৮১৫৫৩১১

০১৩০১৭২৭৮১৭

০১৯৫৮১৫৫৩১৩

০১৩০১৭২৭৮১৯


ঢাকা থেকে রৌমারী বাস টিকেট বুকিং

ঢাকা টু রৌমারী বাস ভাড়া আপনারা ইতোমধ্যে জেনে নিয়েছেন। ঢাকা  থেকে রৌমারী অনলাইনে কোনো বাসের টিকিট পাওয়া যায় না। যদি অনলাইনে তাদের সেবা চালু করে তাহলে আপনারা চলো বাংলাদেশ ট্যুরস এর কাছ থেকে টিকিট বুকিং দিতে পারবেন।তবে এখন আপনাকে সরাসরি কাউন্টারে গিয়ে অথবা ফোন দিয়ে বুকিং দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমরা সব কাউন্টারের ফোন নাম্বার দিয়ে দিবো। যাতে করে আপনারা সহজে ফোন দিয়ে টিকেট বুকিং করতে পারেন।

জেনে নিনঃ ঢাকা টু সিলেট বাস ভাড়া ও টিকিট বুকিং সম্পর্কে 


ঢাকা থেকে রৌমারী বাস কাউন্টার নাম্বার

ঢাকা থেকে রৌমারী বাস কাউন্টার নাম্বার নিচে দেওয়া হলো। 

রিফাত পরিবহন

উত্তরা- ০১৭১১০৬২৮২৯

গাজীপুর-০১৭৪৫৪৪৬৪৬৫

           

পলি পরিবহন

উত্তরাঃ ০১৯৫৮১৫৫৩১২

গাজীপুর চৌরাস্তাঃ ০১৯৫৮১৫৫৩২৫

 

 

রিফাত পরিবহন

কত্তিমারীঃ ০১৭৩৪০১৩৯০১

রাজীবপুরঃ ০১৭২৮০০৩৭৩৪

বকশিগঞ্জঃ ০১৯৩১১৭০৮২১

শ্রীবরদী বটতলাঃ ০১৯১২৪০০২২০

ডিগ্রীরচরঃ ০১৭৩৭৯৬৯৭৪৪

কদমতলাঃ ০১৭৩৪৭১৯২৫৯

বাঘারচরঃ ০১৯২০৭২৬১৫৬

পাথরেরচরঃ ০১৭২৭২৬৬০৬৩

কামাল্পুরঃ ০১৭২৫৭৮৫৫০

বাট্টাজোর বাজারঃ ০১৯১২৩৭৮১১৫

পলি পরিবহন

সায়দাবাদঃ ০১৯৫৮১৮৮৩১৪

রাজীবপুর বটতলাঃ ০১৯৫৮১৫৫৩১৫

কামালপুরঃ  ০১৭১০৯৭২০১৭

 

জেনে নিনঃ ঢাকা টু টেকনাফ বাস ভাড়া ও টিকিট বুকিং 

রৌমারী সম্পর্কে কিছু তথ্য ও দর্শনীয় স্থানঃ

অনেকেই মনে করেন, প্রাচীনকালে এখানে  প্রচুর পরিমাণে রুই মাছ পাওয়া যেত, বলে এ অঞ্চলটি ‘রুইমারী’ নামে পরিচিত ছিলো;  এবং পরবর্তীতে রৌমারী নামে রুপান্তরিত হয়।এমনকি একটি জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ,রৌমারীর ভিতরে যেসব জায়গা পড়েছে সেসবের বেশির ভাগ নামকরণ হয়েছে কোনো না কোনো মাছের নামে ।যেমনঃ বাইমমারী,শৌলমারী ইত্যাদি।মুক্তিযুদ্ধের সময় সেক্টর কামান্ডার মেজর জিয়াউর রহমান , কর্নেল তাহের উইং কমান্ডার হামিদুল্লাহ খান এবং আরও অনেকে পর্যায়ক্রমে এখান থেকে ১১নং সেক্টরে গেরিলা যুদ্ধ সংগঠন ও পরিচালনা করেন।

দর্শনীয় স্থান

(১) বড়াইবাড়ি – ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্ত যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও ৩ জনের “শহীদ স্মৃতিস্তম্ভ”

(২) রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনার

(৩) তুরা রোড

(৪) তুরা স্থলবন্দর

(৫) চানমারী

(৬) ফলুয়ার চর নৌকা ঘাট

(৭) গোয়ালপাঁড়া রাজার ঘোড়দৌড় মাঠ

 


ঢাকা থকে রৌমারী কি সরাসরি যাওয়া যায়?

হ্যাঁ। ঢাকা থেকে রৌমারী সরাসরি যেতে পারবেন।মহাখালি বাসস্ট্যান্ড থেকে রৌমারী যাওয়ার যেকোনো বাসের টিকিট কেটে সরাসরি আপনারা আপনাদের গন্তব্যে যেতে পারবেন।

ঢাকা থেকে রৌমারী যাওয়ার বাস ভাড়া কত?

ঢাকা থেকে রৌমারী বাস ভাড়া নির্ভর করে আপনারা কোন বাসে যাবেন ।যদি রিফাত ,সিয়াম ও পলিতে যেতে চান তাহলে আপনারা ভাড়া পড়বে টিকিট প্রতি ৫৫০ টাকা।আর যদি লোকাল বাসে যেতে চান তাহলে এর ভাড়া ৩০০ থেকে ৪৫০ টাকার মধ্যে পড়বে।

ঢাকা থেকে রৌমারীর দূরত্ব এবং কত সময় লাগে যেতে?

ঢাকা থেকে রৌমারীর দূরত্ব খুব একটা বেশি নয়।এর দূরত্ব প্রায় ২৫৯ কিলোমিটার।
এবং ঢাকা থেকে রৌমারো পৌঁছাইতে প্রায় ৮ ঘন্টা লাগে।তবে মাঝে মাঝে জ্যামের কারনে এর থেকে বেশিও লাগতে পারে।

ঢাকা থেকে রৌমারী টিকিট কিনবো কিভাবে?

ঢাকা থেকে রৌমারী অনলাইনে কোনো টিকিট নেই।সরাসরি কাউন্টার থেকে কিনতে হবে অথবা কাউন্টারে ফোন করে টিকিট বুকিং দিতে হবে। পরবর্তীতে যদি অনলাইনে বাসগুলো তাদের সেবা চালু করে তাহলে চলো বাংলাদেশ ট্যুরস এর কাছ থেকে আপনারা সেবা পাবেন।

ঢাকা থেকে রৌমারী যেতে যাত্রা বিরতি কয়বার দেয়?

ঢাকা থেকে রৌমারী যেতে যাত্রা বিরতি পাবেন একবার।সকালে যদি রিফাত ,সিয়াম ও পলি তে যান তাহলে দুপুরে ময়মনসিংহ এ যাত্রা বিরতি পাবেন।রাতে গেলেও একই জায়গায় যাত্রা বিরতি দিবে।

ঢাকা থেকে রৌমারী যেতে বাস কয়টায় কয়টায়  ছাড়ে?

ঢাকা থেকে রৌমারী যদি আপনি রিফাত পরিবহনে যেতে চান তাহলে সকাল আটটা,নয়টা ও দশটার বাসে যেতে পারবেন ।আর যদি রাতে যেতে চান তাহলে রাতে একই সময়ে আপনাকে যেতে হবে।এই সময়ের বাইরে রিফাত পরিবহনে যেতে পারবেন না।সিয়াম ও পলিও প্রায় একই সময় ছাড়ে।

ঢাকা থেকে রৌমারী বাস কোন দিক হয়ে যায়?

সাধারণত যদি আপনি গুগল ম্যাপে ঢাকা থেকে রৌমারী যাওয়ার জন্য সার্চ করেন তাহলে গুগল ম্যাপ আপনাকে টাংগাইল ও জামালপুর দিয়ে রৌমারী যাওয়ার পথ দেখাবে।কিন্তু রিফাত ,সিয়াম ও পলিসহ  আরও কিছু বাস শেরপুর হয়ে রৌমারী যায়। মাঝে মাঝে আবার এই বাস গুলো শেরপুরের পাহাড় হয়ে যায়।আপনার কপাল ভালো থাকলে পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন।