ঢাকা টু সিলেট বাস ভাড়া ও বাস সার্ভিস 

বাংলাদেশের দর্শনীয় জেলাগুলোর মধ্যে সিলেট একটি। আপনি যদি ঢাকা থেকে সিলেট ভ্রমণ পরিকল্পনা করে থাকেন তবে বাস হবে চমৎকার একটি মাধ্যম। ঢাকা টু সিলেট বাস ভাড়া ৪৭০ টাকা থেকে শুরু হলেও কিছু বাস এর চেয়ে কম মূল্য নিয়ে থাকে। যদি আপনি ঢাকা থেকে সিলেট বাস ভাড়া কত তা জানতে চান তাহলে এই পোস্ট থেকে তা জানতে পারবেন। এই রুটের সকল বাস সার্ভিস এবং বাসের কিছু কাউন্টারের নাম সহ ভাড়া দেওয়া হচ্ছে।

এছাড়া আরও জেনে নিন ঢাকা টু রৌমারী বাস ভাড়া ও বাস সার্ভিস 

ঢাকা টু সিলেট বাস টিকিট বুকিং অনলাইনঃ

ঢাকা টু সিলেট বাস টিকিট বুকিং এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। ঘরে বসেই আপনি আপনার নির্ধারিত দিনের টিকিট আগে থেকেই বুক দিয়ে রাখতে পারবেন। এর জন্য আপনাকে এখন আর ঢাকা শহরের জ্যাম ঠেলে টিকিট কাউন্টারে যেতে হবে না। চলো বাংলাদেশ টুরস থেকে আপনি খুব সহজেই ঢাকা টু সিলেট’এর টিকিট বুকিং এবং ক্রয় করতে পারবেন। তারা ৩৫ টির বেশি কোম্পানির টিকিট বিক্রি করে থাকে। ছোট একটি ফরম পূরণের মাধ্যমে খুব সহজেই আপনি চলো বাংলাদেশ ট্যুরস থেকে টিকিট বুক করে ফেলতে পারবেন। এটা আপনার সময় ও পরিশ্রম দুটোই বাঁচাবে। ঢাকা থেকে সিলেট বাস ভাড়া নিয়ে যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে।

চলো বাংলাদেশ ট্যুরস এর সাথে যোগাযোগ করার মাধ্যম ঃ

ফোনঃ +৮৮০৯৬৩৮-৯৮৯৮৯৯

হোয়াটসঅ্যাপ এ ম্যসেজ দিন

 

ঢাকা টু সিলেট বাস ভাড়া ( তালিকা) 

অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই ঢাকা টু সিলেট (এসি/নন এসি) বাস টিকিট বুক করতে পারবেন। ঢাকা টু সিলেট বাস ভাড়া তালিকা নিচে দেওয়া হলোঃ

বাস অপারেটরধরণমূল্য (টাকা)
হানিফ এন্টারপ্রাইসনন-এসি৫৭০
এনা ট্রান্সপোর্ট (প্রাইভেট) লিমিটেডনন-এসি৫৭০/-
এনা ট্রান্সপোর্ট (প্রাইভেট) লিমিটেডএসি১২০০/-
শ্যামলী এনআর ট্রাভেলসনন-এসি৫৫০ – ৫৭০/-
গ্রীনলাইন পরিবহন (স্ক্যানিয়া)এসি৯৫০/১৪০০
শ্যামলী পরিবহননন-এসি৫৭০/-
সোহাগ পরিবহনএসি৯০০/১১০০
সৌদিয়া পরিবহননন-এসি৫৭০/-
আল মোবারক পরিবহননন-এসি৫৭০/-
ইউনিক সার্ভিসনন-এসি৫৭০/-
ইউনাইটেড পরিবহননন-এসি৫৭০/-
এনপি পরিবহননন-এসি৫৭০/-
মামুন এন্টারপ্রাইজনন-এসি৪৫০/-
এনা ট্রান্সপোর্টনন-এসি৫৭০/-
নাজিম পরিবহননন-এসি৪৫০/-
   

আরও জানুনঃ ঢাকা টু টেকনাফ বাস ভাড়া 

 

ঢাকা টু সিলেট ননএসি বাস ভাড়া 

আমরা আগেই জেনে নিয়েছি ঢাকা থেকে সিলেট বাস ভাড়া। ঢাকা টু সিলেট নন-এসি বাসের টিকিট বেশ স্বল্প মূল্যে কিনতে পারবেন। চলো বাংলাদেশ ট্যুরস সবচেয়ে কম সার্ভিস চার্জে আপনার টিকিট বুকিং দেওয়া এবং কেনাকে সহজ করে দেবে।
ঢাকা টু সিলেট নন-এসি বাস ভাড়া এর তালিকা নিচে দেওয়া হলোঃ 

বাস অপারেটর                               –         ধরণ            –  মূল্য(টাকা)

হানিফ এন্টারপ্রাইস                           –    নন-এসি                    –  ৫৭০/-

এনা ট্রান্সপোর্ট (প্রাইভেট) লিমিটেড  –   নন-এসি                   –   ৫৭০ /-

 

ঢাকা টু সিলেট এসি বাস ভাড়া 

এনা ট্রান্সপোর্ট (প্রাইভেট) লিমিটেড  এবং গ্রিন লাইন পরিবহন ঢাকা টু সিলেট রুটে এসি বাস চালু রেখেছে। টিকিট মূল্য যথাক্রমে ১২০০ এবং ১৪০০ টাকা। চলো বাংলাদেশ টুরস- এর মাধ্যমে আপনি খুব সহজেই এসি বাসের টিকিট কিনতে পারবেন।

যোগাযোগঃ

+৮৮০৯৬৩৮-৯৮৯৮৯৯

হোয়াটসঅ্যাপ এ ম্যসেজ দিন

 

ঢাকা টু সিলেট দূরত্ব

ঢাকা থেকে সড়ক পথে সিলেটের দূরত্ব প্রায় ২৪৩ কিলোমিটার। বাসে ঢাকা থেকে রওনা করে সিলেট পৌছাতে আপনার প্রায় ৬ থেকে ৮ ঘণ্টার মতো সময় লাগবে। এই রুটে এসি এবং নন-এসি উভয় ধরণের বাস চলাচল করে। আপনি যদি ঘরে বসে কম খরচে বাসের টিকিট কাটতে চান তবে চলো বাংলাদেশ টুরস হবে আপনার যদি সেরা অপশন।

যোগাযোগঃ 

+৮৮০৯৬৩৮-৯৮৯৮৯৯

হোয়াটসঅ্যাপ এ ম্যসেজ দিন

যে সকল টপিক সার্চ করে এই পেইজে এসেছেনঃ

ঢাকা টু সিলেট বাস ভাড়া । ঢাকা থেকে সিলেট বাস ভাড়া ও সময়সূচি । ঢাকা টু সিলেট নন এসি বাস ভাড়া । ঢাকা টু সিলেট এসি বাস ভাড়া।

 

কিছু কমন প্রশ্ন ও উত্তর

 

ঢাকা থেকে সিলেট পৌঁছাতে কত সময় লাগে?

ঢাকা থেকে সিলেট যদি আপনি বাসে যেতে চান তবে আপনার প্রায় ৭ থেকে ৮ ঘণ্টার মতো সময়ের প্রয়োজন হবে।

ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত?

ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ২৪১ কিলোমিটার। সড়ক, রেল এবং আকাশ পথে আপনি ঢাকা থেকে সিলেট যেতে পারবেন।

কিভাবে আমি ঢাকা থেকে সিলেট’এর বাস টিকিট অনলাইনে বুক করবো?

অনলাইনে টিকিট বুক দেওয়া এখন অনেক বেশি সহজ করেছে চলো বাংলাদেশ টুরস। ছোট্ট একটা ফর্ম পূরণের মাধ্যমে খুব সহজেই আপনি ঢাকা থেকে সিলেট ট্যুরের বাস টিকিট অনলাইনে বুক দিতে পারবেন। তাদের সার্ভিস চার্জ অন্যান্যদের থেকে অনেক কম।